ঢালিতেছে তেল ড্রাম ড্রাম ধানমন্ডির লেকে
নমিনেশন না-কি দেবেন কাকা আদর করে ডেকে!
তাই সারাদিন খুব হাঁকডাক চলিতেছে টিকিট যুদ্ধ,
সারামাস তাই খুব ব্যস্ত হিন্দু মুসলিম বুদ্ধ।
টিকিট নামের সোনার হরিণ ছুটিছে সবার আগে
টগর ছাড়া কেউ জানেনা কী আছে কার ভাগে।
তাও সারামাস ইদুর বিড়াল চলিছে দারুণ লড়াই
দালালের হাতে টাকা দিয়ে এসে করিছে অনেকে বড়াই।
বুবু তবু আগেই দিয়েছে ঘোষণা হতে হবে আগে শরীফ
তাহলেই তোমরা উৎরে যাবে কমিটির গড়া জরীপ।।
কেউ শোনেনা কারো কথা ছুটছে নিজের মতো
দাদা যদি আজ না পায় টিকিট থেকে যায় বুকে ক্ষত।
লেখক: সাংবাদিক সজীব আকবর। রচনাকাল: ০৫/১০/২০২৩সময়: বেলা ১১ টা ২১ মিনিট।।