মৌলভীবাজারের রাজনগরের ফতেপুর ইউনিয়নে বজ্রপাতে সাদেক মিয়া (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় নিহতের ছেলে ও মেয়ের জামাই আহত হয়েছেন।
বুধবার (১১ মে) দুপুর ২টায় ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি চালবন গ্রামের মৃত সিকন্দর মিয়ার পুত্র।
এলাকাবাসী জানান, সকালে চালবন্দ গ্রামের বর্গাচাষী সাদেক মিয়া (৬২) কাওয়াদিঘি হাওরের চিড়াখালদী এলাকায় ধান কাটতে যান। এসময় তার ছেলে কামাল হোসেন (২০) ও জামাতা আবাছ মিয়া (৪০) সাথে ছিলেন। দুপুর ২ টার দিকে বজ্রপাতে সাদেক মিয়া ঘটনাস্থলেই মারা যান।
এসময় তার সাথে থাকা ছেলে ও জামাতা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছেলেকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহতের জামাতা আবাছ মিয়াকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিচিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ফতেহপুর ইউনিয়নের ইউপি সদস্য সোহেল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন।