৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। তার আগের দিন ৪ অক্টোবর জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সেই অনুযায়ী সকল পরিকল্পনাও সম্পন্ন করে ফেলেছিল বিসিসিআই। কারা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে, কি কি আয়োজন থাকবে সবকিছু ছিল চূড়ান্ত। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আগের দিন আয়োজন নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। বাতিল করা হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি।
বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের খবরটি প্রচার করেছে।
ধারণা করা হচ্ছে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। সেই হুমকির প্রেক্ষিতেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হতে পারে।
যদিও এখনও আইসিসি বা বিসিসিআইয়ের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।