জাজিরা পৌরসভা শরীয়তপুর জেলার অন্তর্গত জাজিরা উপজেলার একটি পৌরসভা।নাগরিক সুবিধার বৃদ্ধির ধারাবাহিকতায় জাজিরা পৌরসভাটি ১৯৯৯ সালের ৭ জুলাই গঠিত হয়। এটি বাংলাদেশের পৌরসভাগুলোর মধ্যে “গ” শ্রনীভুক্ত একটি পৌরসভা।
পৌরসভার মোট আয়তন প্রায় ১৬ বর্গ কিলোমিটার এবং ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। এছাড়া ১৭টি গ্রাম ১৭টি মৌজা ও ৩৬১৬টি খানা রয়েছে।
উইকিপিডিয়া তথ্য অনুযায়ী পৌরসভার মোট জনসংখ্যা ২১৬৯৭ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১০৮৫ জন।
বর্তমান মেয়র ইদ্রিস মাদবর(স্বতন্ত্র) পৌর উন্নয়নের অঙ্গীকার হাত ধরে গত ১৭/০৯/২০২৩ খ্রি: তারিখে স্থানীয় সরকার বিভাগের পৌর -২ শাখার বিগত ৩১/০৫/২০১১ খ্রি: তারিখের ৮১১ নং স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক শরীয়তপুর জেলার জাজিরা পৌরসভাকে “খ” শ্রেণি হতে “ক” শ্রেনির পৌরসভায় উন্নীত করা হয়।
উন্নীত পৌরসভার আওতাভুক্ত হওয়ার ফলে সকল পৌরবাসি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দক্ষ নের্তত্বে বরাদ্দের সুষ্ঠ বণ্টন এর মাধ্যমে।
জলাবদ্ধতা নিরসন ড্রেনেজ ব্যবস্থা ও আলোকসজ্জা সহ ময়লা আবর্জনা অপসারণের মাধ্যমে জরাজীর্ণ জাজিরা পৌরসভাটি একটি স্মার্ট পৌরসভায় পরিণত হবে বলে আশা রাখে।