রাজশাহী জেলার গোদাগাড়ীতে চাকা ফেটে যাত্রীবাহি বাস উল্টে আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার (১১ মে) দুপুর দেড়টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সিএনবি নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুৃরে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহিবাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। বাসের চাকা হঠাৎ ফেটে গেলে বাম দিকে বেঁকে গিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়। এই সময় বাসের নিচে ও ভেতরে চাপা পড়ে যাত্রীরা।
স্থানীয়রা পুলিশ ও গোদাগাড়ী ফায়ার সর্ভিসকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে যাত্রীদের দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শষ্যা বিশিষ্ঠ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, এই ঘটনায় প্রায় ২০ জন আহত হতে পারে তবে নিহতের কোন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ১৫ জন আহত যাত্রীকে গোদাগাড়ী ও ২ জন আহত যাত্রীকে মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে জানান।