অত্যাচার করতো ছেলে। অতিষ্ঠ হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে খুন করলো বাবা। ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তগর্ত নিশ্চিন্তপুর চা বাগান এলাকার ঘটনা। ছেলের খুনের অভিযোগে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতব্যক্তির নাম কুটনু সবর (৫৫)। জানা যায়, কুটনু সবরের ছেলে বিশাল সবর (২৫) সব সময় নেশাগ্রস্থ অবস্থায় থাকতো। প্রতিদিনই মা- বাবার সঙ্গে ঝামেলা এবং মারধরের ঘটনা ঘটতো। কিছুদিন আগেও নেশাগ্রস্থ অবস্থায় বাবার সঙ্গে বচসা ও মারধর করে বলে অভিযোগ। সেই সময় গুরুতর আহত হয়েছিলেন কুটনু সবর।
এই ঘটনার পর রবিবার (১ অক্টোবর ) ফের নেশা করে বাড়িতে অত্যাচার শুরু করে। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ছেলের গলায় কোপ দেয় বাবা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। এরপর ছেলেকে খুনের অভিযোগে বাবাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (২ অক্টোবর ) তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।