তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ চলছে।
সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ আরও অনেক কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ ঘিরে এদিন দুপুর ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশস্থলে আসতে শুরু করেন কৃষক দলের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকাজুড়ে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।