আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) মোঃ নাসিরুল হক খাঁন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন পারকেষ্টপুর গ্রামস্থ মুন্সিগঞ্জ হতে পারকেষ্টপুর গ্রাম গামী ব্রীজের উপর হতে আসামী ১। বিপুল কুমার দাস(২৮), পিতা- দুধ কুমার দাস, সাং- খোলাডাঙ্গা ধর্মতলা, থানাঃ কোতয়ালী, যশোর, এ/পি সাং- শ্বশুর- সুবল সর্দার, সাং- মুক্তিপাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা, ২। শুভ্রদেব(২৫), পিতা- সুবল সর্দার, সাং- মুক্তিপাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা, ৩। মোঃ ফরিদ হোসেন(৩২), পিতা- মহির উদ্দিন, সাং- আলিয়াট নগর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদের অবৈধ মাদকদ্রব্য ২৫(পচিঁশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ০১টি Apache RTR 4V মোটরসাইকেল সহ ৩০.০৯.২০২৩ খ্রি: আনুমানিক ২৩.০৫ ঘটিকার সময় হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।