দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যা কি না শান্তর ক্যারিয়ারে বড় সুসংবাদই বটে। এবার আরও এক সুসংবাদ পেয়েছেন টাইগারদের টপ-অর্ডার এই ব্যাটার।
এর আগে, বাংলাদেশ জাতীয় দলে ৬ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে অনেক চড়াই–উতরাই পেরিয়েছেন শান্ত। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পর অনেকের ট্রলের শিকার হন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিশ্রম করে স্বরূপে ফিরেন বাঁহাতি এই ব্যাটার। বর্তমানে বাংলাদেশ দলের টপ-অর্ডারে আস্থার প্রতীকও হয়ে উঠেছেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন শান্ত। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন। কিন্তু পেশিতে চোট পেয়ে এশিয়া কাপের মাঝেই দেশে ফিরে এসেছিলেন শান্ত। এরপর বিশ্বকাপের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ছিলেন না তিনি।
নিয়মিত পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫।
এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন শান্ত। তাই তার সামনে সুযোগ থাকছে রেটিং আরও বাড়িয়ে র্যাঙ্কিংয়ে আরও উন্নতি করার।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে আছেন শরিফুল ইসলাম। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে (১৭তম) আছেন সাকিব আল হাসান।
এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি ফ্লাইটে ভারতের গোহাটির উদ্দেশ্যে উড়বে সাকিব বাহিনী। সেখানে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে একটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেখান থেকে ধর্মশালায় চলে যাবে বাংলাদেশ দল। ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজেরা।
সেখানেই আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।