ছোট পর্দার অভিনয়শিল্পী হলেও মাঝেমধ্যে চলচ্চিত্রেও দেখা যায় জিয়াউল ফারুক অপূর্বকে। বাংলাদেশের সিনেমায় অভিনয় করলেও এবার দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় পা রেখেছেন তিনি। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় দেখা যাবে অপূর্বকে।
প্রতিম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার ঘরানার ‘চালচিত্র’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে। সিনেমাটি প্রযোজনা করছেন ফ্রেন্ডস কমিউনিকেশন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে কলকাতায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে। দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র।
সিনেমার গল্পে দেখা যাবে, কলকাতা পুলিশের গোয়েন্দার শাখার একদল অফিসারকে নেতৃত্বে দিচ্ছেন দক্ষ অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়।
যিনি তদন্ত করতে করতে কোথাও গিয়ে যেন ১২ বছর আগের তার কোনো এক পুরনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে ৪ পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।
প্রসঙ্গত, ‘চালচিত্র’ একটি থ্রিলার ঘরানার সিনেমা। অপূর্ব ছাড়া এতে আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্তসহ অনেকেই।