বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই দাপট দেখাছেন ভারতীয় শুটারেরা। আরও ২টি পদক এল শুটিংয়ে। এবার মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা। সেই একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী। রুপো জেতার সুযোগ ছিল আশির। শেষ শট খারাপ মারায় ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
এর আগে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট। তাঁদের হাত ধরে এশিয়ান গেমসে ৫ম সোনা জিতল ভারত।