প্রশাসনে কর্মরত যুগ্মসচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মাহমুদুর রহমানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হয়েছে।
এছাড়াও একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাঈদ-উর-রহমানকে কৃষি মন্ত্রণালয়, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন মিয়াকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আহসানুল আজিজকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।