রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাওন ও আল মামুন। এসময় তাদের হেফাজত থেকে ৪২ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২০-৪৩২২) উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ক্রাইম নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৯ এপ্রিল ২০২২ (সোমবার) জানা যায় একটি পিকআপ গাড়িতে ০২ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের নিকট আসছে। সংবাদের সত্যতা যাচাই করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা মোড়ে চেকপোস্ট তৈরি করে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় উদ্ধারকৃত পিকআপটিকে চেকপোস্টে থামানোর জন্য সিগন্যাল দিলে সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করে। তখন পিকআপটিকে পুলিশের ডিউটিরত গাড়ি ধাওয়া করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৮০, শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরণী, সাউদার্ন অটো মোবাইলস্ এর সামনের রাস্তায় বেরিকেড দিয়ে থামানো হয়। এসময় পিকআপটি তল্লাশী করে ৪২ কেজি গাঁজাসহ শাওন ও মামুনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।