ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শ্রী বিমল কুমার কুন্ডু সভাপতি এবং মুস্তাক আহমেদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠিত হয়েছে। বিমল কুন্ডুর সভাপতিত্বে এবং শফিকুজ্জামান শফির সঞ্চালনায় সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাধারণ সভায় প্রথমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে বিমল কুমার কুন্ডুকে পুনরায় সভাপতি এবং মুস্তাক আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি করা হয়। একইসাথে সাধারণ সভায় এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ প্রেস ক্লাবের সকল সদস্যকে শুভেচ্ছা জানান, সেইসাথে তিনি স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান জানান।