অনেক ভালোবাসি আমি তোমাকে প্রতিদিন প্রতিক্ষণে,
এই কথা কী রোজ এসে বলো বলে যাবো জনেজনে?
ভালোবাসা মানে অগাধ বিশ্বাস নন্দনের হাতছানি,
ভালোবাসার জন্য সমাজে কখনো শুরু হয় হানাহানি।।
গরীব ধনির ভালোবাসা ঘিরে রচিছে হাজারো গল্প,
ধনীর দুলালীরা গরীবের প্রেমে এখন পড়ছে স্বল্প।।
বর্তমানে তরুণী যুবতীরা খুব হিসেবের প্রেম করে,
তাদের প্রথম টার্গেট থাকে কোটিপতির ঘরে-ঘরে।
সেখানে পাত্তা না পেলে তারা খোঁজে মেধাবী ছাত্র,
ছলাকলা আর নানা কৌশলে বানাই তাদের পাত্র।।
অসম প্রেম, পরকীয়া রোগ রয়েছে অনেক ঘরে,
ক্ষুধানিবৃত্তিই মূল লক্ষ্য এ কারণেই প্রেম করে।।
রোমিও জুলিয়েট, লাইলী মজনু হাজারো প্রেমের ভীড়ে,
কখনো কখনো বাস্তব প্রেম ক্ষতবিক্ষত হয় তীরে।।
নানা টানাপোড়েন, হুমকি ধামকি প্রেমে লেগে আছে রোজ,
সত্যি যে তোমায় আজও ভালোবাসে নীরবে রাখছে খোঁজ।।
তাই ভালোবাসা চিরসত্য চলিছে আপন ধরায়,
তুমি-আমি রোজ পড়ছি প্রেমে বংশ পরম্পরায়।।
রচনাকাল:
২২/৯/ ২০২৩
রোজ: শুক্রবার,
সময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।।