সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এনামুল হাসান মোজমাল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৩ এর ৩য় দিনের বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বাঙালির হাজার বছরের ঐতিহ্য নৌকা বাইচ কে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে দেখা গেছে উৎসবের আমেজ। বাইচ দেখতে হাজারো মানুষের ঢল নামে করতোয়া পাড়ে।
বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর’) বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের করতোয়া নদীতে শুরু হওয়া এ বাইচে অংশ গ্রহণ করে রং বে-রঙের বাহারি নামের বেশ কয়েকটি পানশি নৌকা। নলুয়া একতা চ্যালেঞ্জার, কৈবর্ত্তগাতী একতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস চিনাধুকুরিয়া, বাংলার বাঘ রেশমবাড়ী, আল মদিনা এক্সপ্রেস, স্বপ্নের তরী ভাইমারা, স্বাধীন বাংলা তার মধ্যে অন্যতম’।
জারি সারি গান আর বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠা চালিয়ে নিজ নৌকাকে বিজয়ী করতে বাইচালদের প্রাণপণ লড়াই নদীর দুই পাড়ে দাড়িয়ে থাকা, করতোয়া সেতুর উপরে অবস্থান নেয়া এবং নদী জুড়ে ছোট বড় শত শত নৌকায় নানা বয়সী হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থীকে বিমোহিত করে।
আজকে মোট চার জোড়া নৌকা বাইচে অংশ গ্রহন করে। নলুয়া একতা চ্যালেঞ্জার, স্বপ্নের তরী ভাইমারা, পদ্মা এক্সপ্রেস চিনাধুকুরিয়া এবং নিউ বাংলার বাঘ রাউতরা জয়লাভ করে’।
বাইচ দেখতে আসা দর্শকদের একজন স্থানীয় ওয়েস্টার্ন স্কুলের শিক্ষক আলমগীর হোসেন জানান, “গত দুইদিনের চেয়ে আজকের বাইচটি অনেক ভাল লেগেছে। আজকে নৌকাগুলোর হাড্ডা হাড্ডি লড়াই খুব উপভোগ করেছি।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ মৌসুমে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে দুটি ষাড় গরু। এছাড়াও মোটরসাইকেল সহ নানা পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর ও উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মাহমুদ জানান, আগামী ২৫ শে সেপ্টেম্বর সোমবার সেমিফাইনাল এবং ২৯ শে সেপ্টেম্বর শুক্রবার এ মৌসুমের ফাইনাল বাইচ অনুষ্ঠিত হবে।