শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ১১ হাজার ইয়াবাসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টায় পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ির বাঁশখালী আঞ্চলিক সড়কের ফুটখালী ব্রিজ থেকে ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর হালিশহর থানার ফকিরগলি ধোপাপাড়া এলাকার আতাউর রহমান সরকারের ছেলে আরমান সরকার জয় (২৬), উখিয়া থানার থায়ংখালী এলাকার রশিদ আহমদের ছেলে শফি উল্লাহ (৩২), টেকনাফের লেদা ক্যাম্প এলাকার দিলদার হোসেনের ছেলে রুবেল (২০), একই ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে ছৈয়দুল ইসলাম (২) ও ব্লক বি এর হাবিবুল্লাহর ছেলে মো. ইয়াকুব (২০)।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে দক্ষিণ পুইঁছুড়ি ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ আদালতে পাঠানো হয়েছে।