চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ইসলামপুর ইউনিয়নের পিয়ার বিশ্বাসের ঘাট হইতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ পর্যন্ত মহানন্দা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং পুরিয়ে ধংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মৎস্য অফিসের আয়োজনে অভিযান চালিয়ে ৩০টি কারেন্ট জাল ও ৯০টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করা হয়।
প্রায় ৫ ঘন্টা অভিজান চালিয়ে জব্দকৃত কারেন্ট জাল ও চায়না দুয়ারি রিং জাল মহানন্দা নদীর অনুপনগর ঘাটে জন সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নাইমুল হক, গোদাগাড়ী নৌ পুলিশের সদস্যরা
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকার কারেন্ট জাল ও চাইনা দুয়ারী জাল পুরিয়ে ধংস করা হয়েছে। অত্র এলাকার মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংশ করার এ অভিযান