রাজশাহীতে দুইটি ওয়ান শুটার গান ও মাদকদ্রব্যসহ একজন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম, সেলিম।
বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সেলিম আলী জেলার চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যাসহ ৭টি মামলা রয়েছে। সেলিমকে গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সেখানে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে সাড়ে ১১ টার দিকে চারঘাটের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালায়। সেখানে ভারত থেকে পাচার করে নিয়ে আসে অস্ত্র ও মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এনে অবস্থান করছিলো সেলিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুটি গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এছাড়াও তার দেহ তল্লাশি করে বাদামি রঙয়ের ৫০০ গ্রাম হিরোইন এবং তার বহনকারী মোটরসাইকেলের বামপাশের হক থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।