স্টাফ রিপোর্টার: ঢাকা,শনিবার,১৯ আগস্ট,২০২৩: সাংবাদিক সংগঠণ সমুহের নেটওয়ার্ক এ্যাবজা- এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সাধারণ সভা ২৬ আগস্ট শনিবার সকাল ১১টায় পুস্পদাম হোটেল এন্ড রেষ্টুরেন্টে (বায়তুল মোকাররম সংলগ্ন) অনুষ্ঠিত হবে। সভায় নেটওয়ার্কভুক্ত সদস্য সংগঠণসমুহের সভাপতি, সম্পাদকদের যথাসময়ে অংশগ্রহণের জন্য আহবান জানানো হলো।
সভায় সদস্য সংগঠণ সমুহের হালনাগাদ তথ্যসহ উপস্থিত হতে আহবায়ক শাহিন বাবু ও সদস্য সচিব আহমেদ আবু জাফর এ আহবান জানান।
সভায় এ্যাবজা পরিচালনায় জাতীয় নির্বাহী কমিটি গঠণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।