1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের ৪র্থ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান  মৌলভীবাজারে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  গাইবান্ধায় প্রিপেইড মিটার নিয়ে নেসকোর একগুঁয়েমির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন মৌলভীবাজারে বিএনপি নেতা গাজী মারুফের জানাজা সম্পন্ন  গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারী নির্যাতন: ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার ‎গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল পেলেন ৩শ দুস্থ অসহায় মানুষ বিএনপি  যোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে কর্মী সভা

নড়াইলে ভূয়া কৃত্রিম প্রজনন কর্মীদের দৌরাত্ম্য

কৃপা বিশ্বাস, নড়াইল ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪৭৭ বার নিউজটি পড়া হয়েছে

নড়াইলে গাভীর কৃত্রিম প্রজনন ঘঠাতে ভূয়া কৃত্রিম প্রজনন কর্মীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। যাদের কারনে ক্ষতি গ্রস্থ্য হচ্ছে প্রান্তিক খামারীরা। নাম মাত্র প্রশিক্ষণ নিয়ে রাতরাতি পশু চিকিৎসক বনে গেছে এরা। শুধু পশু চিকিৎসক না গাভীর প্রজনন ঘঠাতে ও থেমে নেই তাদের কার্যক্রম। গ্রামের সহজ সরল সাধারণ মানুষদের নিকট গিয়ে নিজেকে অনেক বড় পশু ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন ভূয়া এই সব কর্মীরা। যাদের অপ-চিকিৎসায় অনেক খামারী সর্বশান্ত হয়ে গেছে। মারা ও গেছে অনেক গরু। সব চেয়ে বড় মজার বিষয় এই সব ভূয়া ডাক্তারদের কসাইদের সাথে রয়েছে গোপন সম্পর্ক। কোন গরু মারা যাওয়ার সাথে সুকৌশলে বিক্রি করে দেন কসাইদের নিকট। অল্প দামে মরা গরু ক্রয় করে কেটে বাজারে বেশি দামে বিক্রি করেন এই চক্র।
, সরকারি নীতিমালার কোন রকম তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে বীরদর্পে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই সব ভূয়া কৃত্রিম প্রজনন কর্মীরা। কখনও কখন ও নিজেকে পুশু চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে এই সব প্রজনন কর্মীরা। ( এন টি সি) সনদ ছাড়া ভারতীয় চুরায় পথে আসা ” গীর ” জাতের সিমেন ক্রয় করে ব্যবহার করছেন এই ভূয়া পশু চিকিৎসকরা।সল্পমূল্যে ” গীর জাতের এই সিমেন ক্রয় করে বেশি দামে বিক্রি করছে এই চক্র। যাদের দ্বারা প্রতারণার শিকার হচ্ছে
গ্রামের বিভিন্ন খামারিরা। শুধু প্রতারণা নয়
এর ফলে খামারিদের জাত উন্নয়নে বাধা গ্রস্থ হচ্ছে।

অনুসন্ধানে যানা গেছে, উপজেলা প্রাণী সম্পদের কয়েকজন (এল, এস, পি) কৃত্রিম প্রজনন কাজের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে পড়েছে।৷ শেখহাটি এলাকার ( এল, এস, পি) সন্জু রায়, কলোড়া এলাকার ( এল, এস, পি) লিটন বিশ্বাস এছাড়া ও বিভিন্ন ভূঁইফোড় কোম্পানির নাম দিয়ে প্রশিক্ষণ বিহীন অনেকেই এই কাজের সাথে জড়িয়ে পড়েছে।
দেবভোগ গ্রামের অনুপম বকশী নলদীচর গ্রামের ( এ আই কর্মী) বিজন বিশ্বাস, ( এ, আই কর্মী) বিল্বপ বিশ্বাস। সহ উপজেলা ঝুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই সব ডাক্তারদের দৌরাত্ম্য।
উপজেলার বিচিত্র রায় বলেন, আমার গাভীকে ৭ থেকে ৮ বার প্রজনন করিয়ে ও কোন ফল হয়নি। প্রতিবার ৮০০ থেকে ১ ০০০ টাকা নিয়েছেন প্রজননকর্মী।
অপর দিকে রুইদহ মল্লিক বলেন,আমার অধিক মূল্যের এড়ে গরুকে চিকিৎসক ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে।

এ বিষয়ে নড়াইল সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ইতিমধ্যে ভূয়া প্রজনন কর্মী ও ভূয়া ডাক্তারদের তালিকা প্রনয়ণ করা হয়েছে। সল্প সময়ের ভিতর ভূয়া এ সব ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel