সাহীন উদ্দিন আকাশ উপজেলা প্রতিনিধিঃ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত কাল সোমবার (১৪ই আগস্ট) আনুমানিক সকাল ১০টা ৩০মিনিটে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ১ নং নওপাড়া ইউনিয়ন আওতাধীন শ্যামপুর বাজারে ও আশে পাশের এলাকার খেটে খাওয়া নিরীহ ও সহজ সরল লোকদের কাছে। দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নামের এক ভুয়া এনজিও প্রতিষ্ঠানের নাম করে, এক নারী ও একজন পুরুষ সাধারণ জনগণের কাছ থেকে মোটা অংকের ঋণের প্রলোভন দেখিয়ে সঞ্চয়ের ও বীমার নাম করে শ্যামপুর গ্রামের বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেয়ার সময় তাদের কথাবার্তা ও চালচলন দেখে স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় মেম্বার এবং এলাকার কিছু জনগন তাদের অফিস ও এনজিওর ম্যানেজারের নাম ঠিকানা জানতে চাইলে
তারা বলেন। পুঠিয়া থানাধীন শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আঃ মজিদের বাড়িতে অফিস বলে জানান. তাৎক্ষণিক বিষয়টির সত্যতা জানার জন্য ৷ মোল্লাপাড়ার একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান,এবং এই প্রতিষ্ঠানটি সেখানে রয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন এই ধরনের কোন এনজিও বা প্রতিষ্ঠান আশেপাশে দুই এক গ্রামেও নেই, এটি সম্পূর্ণ ভুয়া। এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করা হলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ঠিকানা বা জায়গার কথা বলে। তাদের কোন কথা বার্তার৷ সত্যতা ও সঠিক ঠিকানা বা প্রতিষ্ঠান না থাকায় স্থানীয়ার তাদেরকে আটক করে জাতীয় জরুরি সেবা( ৯৯৯)লাইনে ফোন করে বিষয়টি জানান এবং সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানার উপ পরিদর্শক( এসআই)সনাতন হাওলাদার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয় চৌকস পুলিশ অফিসার (এসআই) সনাতন হাওলাদার৷ তার তীক্ষ্ণ ব্রেন ও দক্ষতার সহিত তাদেরকে সুকৌশলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে,,তারা যে ভুয়া এনজিও এবং ভুয়া কর্মী প্রমাণিত হওয়ায় তাদেরকে হেফাজতে নেন এ সময়
তাদের কাছে থাকা একটি ১০০ সিসি মোটরসাইকেল দুটি এড্রোয়েড দুটি বাটান মোবাইল ফোন ও প্রতারণা করে নেয়া নগদ ৪৭০০০ টাকাসহ দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নামে ভুয়া (১০ পাতা)অঙ্গীকারনামা এবং সঞ্চয় আদায়ের (৮ পাতা) রশিদের কফি সহ আটক করে। আটকৃত ব্যক্তিরা হল,, রাজশাহী বাগমারা থানার খয়রা হাট মাথনগর গ্রামের মৃত ফজের আলীর পুত্র মোঃ আতাউর রহমান(৩৩) ও বাড়ি গ্রামের মৃত বাজের আলীর কন্যা মোছাঃ বিলকিস ওরফে লিপি (৩৭) তাদের উভয়ের একই থানা বাগমারা। এসময় স্থানীয়রা জানান,, শ্যামপুর গ্রামের মোঃ নিরব মোল্লা মোঃ রতন মোঃ আঃ রাজ্জাক মোঃ সুজন মোঃ আবু ও মোছাঃ আইভি খাতুন সহ সবার কাছ থেকে সঞ্চয় বা বীমার নাম করে বিভিন্ন অংকের টাকা নেয় ,পুলিশ স্থানীয়দের কথাবাতা ও অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এবং স্থানীয় অভিযোগ কারীরা থানায় গিয়ে প্রতারণা করে টাকা আত্মসাৎ ও জালিয়াতির একটি লিখিত অভিযোগ করেন অভিযোগের আমলে নিয়ে দুর্গাপুর থানা পুলিশ বলেন বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে