মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেরিরপাড়স্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, পৌরসভাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
রোববার সকাল ৭ টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে সকাল ১১টায় জেলা প্রশাসক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুস্পস্তবক অর্পন করেন, জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল, পৌর প্রশাসক মোসা. শাহীনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানবির হোসেন, জেল সুপার মো. তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।