“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা”। “রুখতে দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ”।
এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল (মঙ্গলবার ) সকাল নয়টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রোভার স্কাউটস, এনজিও প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের ব্যানার নিয়ে একটি রালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মিলিত হন। পরে উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে এবং দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সহকারি অধ্যাপক একেএম ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আশিষ কুমার বসু ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,দুর্নীতি শুধু দেশ ও মানুষের ক্ষতি করে না। যে দুর্নীতি করে সেও ক্ষতিগ্রস্ত হয়। শুধু সরকারি কর্মকর্তারাই যে দুর্নীতি করে তা নয়, বর্তমানে ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। তার মতে কেউ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করলে সেটাও দুর্নীতির মধ্যে পড়ে। তিনি বলেন,শুধু আইনের ভয়ে নয়, নৈতিকতার জায়গা থেকেও দুর্নীতি থেকে দূরে থাকা সম্ভব।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ মাহমুদুল হক,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন আক্তার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উদয় রহমান,ওসি তদন্ত আসগার আলী।হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক একেএম ফারুক, দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন , মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুন হোসেন,আইসিটি কর্মকর্তা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড,মাহবুবুর রহমান,হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হক,
আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ইলিয়াস হোসেন,পল্লী উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন,এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে ,আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল ইসলাম ,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম, সহ রোভার স্কাউট ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রধান শিক্ষক ফজলুল হক।
