সিলেটে আসছেন শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানি রহ. এর দৌহিত্র সায়্যিদ আফফান মনসুরপুরী। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেটের মেজরটিলাস্ত জামেয়া আয়শা সিদ্দিকা সিলেটের খতমে বুখারী ও বার্ষিক মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে আগমন করবেন।
জামেয়া আয়শা সিদ্দিকা সিলেটের শিক্ষা সচিব মাওলানা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জামেয়ার বার্ষিক মাহফিলে আফফান মনসুরপুরী ছাড়াও দেশের খ্যাতিমান বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
জামেয়ার মুহিতামিম মুখলিসুর রহমান রাজাগঞ্জী আগত মাহফিলের সফলতার জন্য সিলেটবাসীর দোয়া ও উপস্থিতি কামনা করেন।
এ জাতীয় আরো খবর ....