“আত্ম- নির্ভরশীলতাই সমাজ বদলের সোপন” এ প্রতিপাদ্য সামনে নিয়ে নব- জাগরণ সমবায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার বিকালে মালিয়াট বাজার চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। নব- জাগরণ সমবায় ও সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ কলেজের অধ্যক্ষ ও গণ জাগরণের প্রতিষ্ঠাতা সভাপতি প্রনব কান্তি অধিকারী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
ডাঃ দীপ বিশ্বাস (সুদীপ), ডাঃ স্মৃতিকনা সরকার, এ্যাডঃ কংকন কুমার পাঠক, মিহির মজুমদার বাকলী ওপেন ডোরের তত্বাবধায়ক,অশোক কুমার দাস, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, কৃষ্ণ পদ বিশ্বাস, সহকারী শিক্ষক, বিলাশ কুসুম প্রমুখ। সময় স্থানীয় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন বাবু রঞ্জন মিশ্র ও প্রনাব কুমার ভট্র।