বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা গাজী মারুফ’র অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি’র মহাসচিহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার এক শোকবার্তায় তিনি শোক প্রকাশ করেন।
আরো শোক প্রকাশ করেছেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন,জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান,স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া।
উল্লেখ্য, রবিবার ৫ই জানুয়ারী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা ছাত্রদলের সমাবেশ ও শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় বুকে কিছুটা ব্যাথা অনুভব হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান, রাতে আবার প্রচন্ড ব্যথা শুরু হলে মৌলভীবাজার হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।