অসহায়, দুঃস্থ, গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গ্লোবাল ওয়ান “Bangladesh Winter Package Project 2024-25” শীর্ষক প্রকল্পের আওতায় চিৎলা ইউনিয়নে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৩ টায় অসহায়, দুঃস্থ, গরীব শীতার্তদের মাঝে (কম্বল-১টি, বড়দের সুয়েটার-১টি, ছোটদের হুডি সুয়েটার-২টি, নারীদের শাল-১টি, হট ওয়াটার ব্যাগ-১টি, পেট্রোলিয়াম জেলি-১টি, গ্লিসারিন-১টি, বহনযোগ্য চুলা-১টি) মোট ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোঃ বিল্লাল হোসেন, নির্বাহী পরিচালক, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; শেখ মেহেদী ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, আলমডাঙ্গা; মাহাবুবুল ইসলাম সেলিম, অধ্যক্ষ, ডাঃ আফসার উদ্দিন কলেজ; রমজান আলী, ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর এ্যান্ড হেড অফ প্রোগ্রাম; মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক, গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা।