চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে ৫ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০ টায় জানুয়ারি/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ, দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের জন্য ভালকাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ১৫(পনের) জন পুলিশ/গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ সুপার মহোদয় নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
চুয়াডাঙ্গা পুলিশ অফিস (ক্রাইম সেকশন) এ কর্মরত মীর মোস্তফা হাসান, রিডার সহকারি হতে প্রধান সহকারি পদে পদোন্নতি পেয়ে মাগুরা জেলায় বদলী এবং পুলিশ অফিসে কর্মরত অফিস সহায়ক মোঃ রবিউল ইসলাম এর অবসর জনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মহোদয় তাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন সফিকুর রহমান খান, ডিআইও-১, ডিএসবি; সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।