হাজী মখলিছ মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট, লামুয়া, সদর,মৌলভীবাজার এর উদ্যোগে ১ নং খলিলপুর ইউনিয়নের চারটি গ্রামের প্রায় ৩ শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় ২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে। কম্বল বিতরণী অনুষ্ঠানে অত্র এলাকার মুরব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আনকার মিয়া জানান, তারা চার ভাই মিলিত হয়ে তাঁদের মরহুম পিতার নামানুসারে এই ট্রাস্টটি গঠন করেন। ট্রাস্টটির মূল উদ্দেশ্য হচ্ছে,জনকল্যাণে কাজ করে যাওয়া যেমন, সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করা, গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো,কন্যা দায়গ্রস্ত পরিবারকে সাধ্য মতো আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি।
উল্লেখ করা প্রয়োজন, দীর্ঘদিন যাবৎ ট্রাস্টটি মানবসেবায় কাজ করে যাচ্ছে, বিগত করোনাকালিন ও বন্যার সময়ে কয়েক দফায় ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করেছে হাজী মখলিছ মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। ভবিষ্যতে যাতে আরো ভালো কাজ করা যায় এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা।
কম্বল বিতরণের পূ্র্ব মূহুর্তে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া পাঠ করেন, মাওলানা রাশেদ আহমদ ফারুকী এবং মোনাজাত করেন লামুয়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ।