1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে হাজী মখলিছ মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে কম্বল বিতরণ  আলমডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিক বিশ্বাসের জন্মদিন উৎযাপন  চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের মূলহোতাসহ ৫জন আসামী গ্রেফতার চুয়াডাঙ্গা ড. এ আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজ নবীন বরণ ও নতুন বছর উদযাপন নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিক অপহরণ মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যারিস্টার লিয়াকত আলী সংবর্ধিত  মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ৩ ইউপি চেয়ারম্যান ও ২ ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি অদক এর বারো দফা কর্মসূচী ঘোষণা 

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের মূলহোতাসহ ৫জন আসামী গ্রেফতার

মো: সাকিব হাসান:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার নিউজটি পড়া হয়েছে

চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন ছোট শলুয়া গ্রামের হকাজ্জেল এর ছেলে ইজিবাইক চালক জাহাঙ্গীর আলম(৪৩) প্রতিদিনের ন্যায় চুয়াডাঙ্গা শহরে ভাড়ায় ইজিবাইক চালানোর সময় গত ০১লা ডিসেম্বর ২০২৪ তারিখ বেলা আনুমানিক ১২টায় চুয়াডাঙ্গা শহরস্থ বাদুরতলা থেকে ইজিবাইকে একজন ব্যক্তি উঠে কবরী রোড অভিমুখে রওনা হয়ে জনৈক সেলুন জোয়ার্দ্দার এর বাড়ীর সামনে একটি প্রাইভেটকারের নিকট ইজিবাইকটি থামাতে বলে। ইজিবাইকটি থামলে প্রাইভেটকারের ভিতর থেকে একজন ব্যক্তি বের হয়ে নিজেকে ডিবি অফিসার পরিচয় দেয় এবং ইজিবাইকে থাকা ব্যক্তিটি তাকে স্যার সম্মোধন করে। তখন ইজিবাইকে থাকা লোকটি প্রাইভেটকারে ওঠে এবং প্রাইভেটকারে থাকা ডিবি অফিসার পরিচয়দানকারী ইজিবাইকে উঠে সরকারি কলেজ রোড অভিমুখে রওনা করে কিছুদুর যাওয়ার পর ইজিবাইক চালক জাহাঙ্গীর তীব্র প্রসাবের চাপ অনুভব করলে ইজিবাইক রেখে রাস্তার পাশেই প্রসাব শেষ করে দেখে ইজিবাইকে থাকা ডিবি পরিচয়দানকারী আসামী ইজিবাইক চালিয়ে রেলস্টেশন অভিমুখে রওনা করছে। ইজিবাইক চালক চোর চোর বলে চিৎকার করে দৌড় দিয়ে ইজিবাইকটি খুজে না পেয়ে ইজিবাইক চালক তাৎক্ষণিকভাবে পূর্বে অবস্থানরত প্রাইভেটকারের নিকট এসে দেখে প্রাইভেটকারটি নাই। তখন উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। বর্ণিত ঘটনা সংক্রান্তে ইজিবাইক চালক জাহাঙ্গীর বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-০৩ তারিখ- ০২.১২.২০২৪ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করেন।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয় ইজিবাইক চুরি ঘটনায় জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারের জন্য কিছু কৌশল ও নির্দেশনা অবলম্বনের পরামর্শ দেন। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়  মোঃ
রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় ডিবি ও চুয়াডাঙ্গা থানার চৌকস টিম যশোর ও মাগুরা জেলার বিভিন্ন থানা এলাকায় নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১টা ৩০ মিনিটে  আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের মূলহোতাসহ ০৫জন আসামী গ্রেফতার পূর্বক আসামীদের দেখানো মতে খোয়া যাওয়া ইজিবাইকটি মাগুরা মহাম্মদপুর থানা এলাকা হতে উদ্ধার করা হয়।

আসামীদের নিবিড় জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীরা সঙ্ঘবদ্ধভাবে প্রাইভেটকার যোগে যেয়ে নিজেদের ডিবি/র‍্যাব/সাংবাদিক পরিচয় দিয়ে ইজিবাইক ভাড়া করে। তারা নিজেদের বড় পদমর্যাদার অফিসার পরিচয় দিয়ে নিজেরা স্যার সম্মোধন করে কথা বলে। পথিমধ্যে কখনো ইজিবাইক চালককে ইজিবাইক থামিয়ে বলে স্যারের প্রাইভেটকারের মধ্যে থাকা স্যারের নিকট থেকে নাস্তার টাকা নিয়ে আসেন, কখনো দোকান থেকে খাবার জিনিস নিয়ে আসতে পাঠায়, কখনো অন্যান্য মালামাল ক্রয় করার জন্য পাঠায়। ইজিবাইক চালক তাদের কথামত এসব কাজ করতে গেলে কন্ট্যাক্ট সুইজের তার কেটে/ মাস্টার কী দিয়ে অন করে কৌশলে ইজিবাইক চালিয়ে নিয়ে সটকে পড়ে।

গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানা
১। মোঃ হারুন মল্লিক@বাদল(৪২), পিতা-মৃত চান্দু মল্লিক, সাং-বিলবিলাস, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।
২। মোঃ মতিয়ার রহমান মোল্লা@মতিন(৫৫), পিতা- আব্দুল লতিফ মোল্লা, সাং-বিলবাউস, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
৩। মোঃ হাসান(৩৫), পিতা-মৃত আজাহার শেখ, সাং-পারহাটঘড়িয়া, থানা ও জেলা-নাটোর।
৪। মোঃ টিটু মল্লিক(৪৫), পিতা মৃত বদর উদ্দিন মল্লিক, সাং-দক্ষিণ টেপখোলা, থানা ও জেলা- ফরিদপুর।
৫। মোঃ শাহিদুল মোল্লা(২০), পিতা-মুরাদ, সাং- বালিদিয়া, থানা-মহাম্মদপুর, জেলা-মাগুরা।

উদ্ধারকৃত আলামতঃ
১। চোরাইকৃত ইজিবাইক
২। চোরাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার।
৩। মাস্টার কী
৩। সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র।
৬। ব্যবহৃত মোবাইল ফোন-০৬টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel