মৌলভীবাজার সদর উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আল মাহবুব কমিউনিটি সেন্টার, সরকার বাজারে ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি সাংবাদিক রিপন আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাম্মু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মৌলভীবাজার জেলা। বিশেষ অতিথি ছিলেন প্রিয়া রানী এস, প্রভাষক, দর্শন বিভাগ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার, আবু মিয়া চৌধুরী, চেয়ারম্যান, ০১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ, অবিনাশ চন্দ্র দে, প্রধান শিক্ষক, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়, শিহাবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ, কবি আবু সাইদ সুফিয়ান, প্রধান শিক্ষক, বাহারমর্দান জয়গুননেছা উচ্চ বিদ্যালয়, জার্মান প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মইনুল ইসলাম, এসআই শিপু কুমার দাস, ফাহাদ মিয়া, সাধারণ সম্পাদক নবিগঞ্জ প্রেসক্লাব।
এছাড়া ক্লাবের সহ সভাপতি নজমুল আহমদ চৌধুরী, হাফিজ জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, অর্থ সম্পাদক হুমাউন কবির, রাজন আহমেদ, কিবরিয়া আহমেদ, সজিব আহমেদ, হৃদয় আহমেদ, নেছার আহমেদ, সুফায়েল আহমেদ, রায়হান আলী, ফয়েজ আহমেদ, মাহেদ আলম, মোহাম্মদ আলী, জায়েফ আহমেদ, সামিউল ইসলাম সায়েম, হাসান আহমেদ প্রমূখ ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় ৬০ জন শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্যাটাগরীতে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেষ্ট এবং শিক্ষা উপকরণ দেয়া হয়।
এ জাতীয় আরো খবর ....