ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ৬:৪৬ মিনিটে ৩১ বার তোপধ্বনি দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি, হরিপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, জামায়াতে ইসলাম, উপজেলা প্রেসক্লাব, হরিপুর প্রেসক্লাব, স্কুল ,কলেজ, এনজিও সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করে দ্বিতীয় প্রহরের উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপাধ্যক্ষ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ইব্রাহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম কবির ও হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।