মৌলভীবাজারে নামাজ অবস্থায় মুসল্লি নূর আহমদ (৮০)এর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) যোহরের নামাজের সময় শহরের বনশ্রী বনবিথী জামে মসজিদে তাঁর মৃত্যু হয়।
নুর আহমদ কয়েক বছর যাবৎ পৌর শহরের রঘুনন্দনপুর এলাকায় বর্তমানে বনবিথী এলাকায় বসবাস করেন,তাঁর গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার দাঁতমন্ডল গ্রামে।
উল্লেখ্য, নূর আহমদ বৃদ্ধ বয়সেও নিজে নিজের রোজগারের জন্য নিজে কাঁধে করে সল্পমূল্যে ষ্টেশনারী মালামাল বিক্রি করতেন।