১৭ই নভেম্বর, ২০২৪ জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার দৌলতদিয়ার এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স বঙ্গজ লিমিটেড নামক খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠান তদারকি করা হয়। প্রতিষ্ঠানটিকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। বিভিন্ন বিস্কুট, পাউরুটি তৈরি করে রাখা হচ্ছে অস্বাস্থ্যকর লেখা কাগজ, ছাপা কাগজ, কার্টুন ও অস্বাস্থ্যকর মেঝেতে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছেনা। অপরিচ্ছন্ন ও নোংরা বস্তায় রাখা হয়েছে বিস্কুট তৈরির কাচামাল। পুরাতন ও নোংরা পাউরুটি ও ভাংগা বিস্কুট পানিতে ভিজিয়ে পুনরায় মেশানো হচ্ছে নতুন খাবারে। খাবারে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হলেও নাই কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী কেমিস্ট। এছাড়াও বিভিন্ন প্রকার অনিয়ম পরিলক্ষিত হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো: ফজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ (৫৫) ধারায় ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় পুনরায় তাদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।
বেলা ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, প্রতিনিধি, ক্যাব চুয়াডাঙ্গা, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।