আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ এর কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার নবাগত অফিসার ইনচার্জ মাসুদুর রহমান।
এ সময় সভাপতির বক্তব্যে ওসি মাসুদুর রহমান আলমডাঙ্গাকে অপরাধমুক্ত করতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।এ ছাড়াও তিনি বলেন আমি পুলিশে চাকরি পাবার পর প্রথম প্রশিক্ষনার্থী পরিদর্শক হিসেবে আলমডাঙ্গা যোগদান করি।এখান থেকেই আমার চাকরি জীবনের শিক্ষা কাজ শুরু হয়েছিল।কাকতালিয় ভাবে হলেও ওসি হিসেবে আলমডাঙ্গা থানা আমার জীবনে প্রথম থানা,সে হিসেবে আমি ভাগ্যবান।তিনি আরও বলেন সাংবাদিক পুলিশের অপর পাট,আপনাদের সহায়তা আমি সবসময় আশা করছি।আপনারা ও ছাত্রজনতার সহায়তায় আলমডাঙ্গাকে সন্ত্রামুক্ত,মাদক মুক্ত ও বাল্যবিবাহ মুক্ত করতে চাই।আমি জানি আলমডাঙ্গা প্রেসক্লাব ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন।
।এ সময় উপস্থিত ছিলেন,আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খোন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম ,সিনিয়র সহ-সভাপতি জামসিদুল হক মুনি, সহ সভাপতি রুনু খন্দকার,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক জাফর জুয়েল,আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম,নির্বাহী সদস্য সাকিব আল হাসান প্রমূখ।
আলমডাঙ্গা থানা এলাকায় মাদক,চুরি ডাকাতি সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।