নড়াইল লোহাগড়া উপজেলার নড়াগাতিতে দেশি-বিদেশি অস্ত্র সহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। যানাগেছে,স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সহিংস সংঘর্ষ রুপ নিচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে একটি স্নাইপার স্কোপসহ রাম দা,ছুরি, চাইনিজ কুড়াল,চাপাতি,ঢাল, বল্লম,বিপুল পরিমাণ দেশি- বিদেশি অস্ত্র, বিদেশি মুদ্রা , মোবাইল ফোন জব্দ করেন। এসময় রোফ জমাদ্দারের ছেলে আসিফ(২০)আবু হানিফ শেখের ছেলে ইয়াত( ৩০)আব্দুর সফুর শেখের ছেলে পান্নু( ৩৪)রমজান শেখের ছেলে বাদশা( ৪৬) আটক করেন।