নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক বিশ্বাসের পদ ত্যাগের দাবিতে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন হয়েছে। ( ১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকালে শেখহাটি বাজারে এ বিক্ষোভ, মিছিল মানববন্ধন হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউনিয়ন পরিষদের চত্বরে এসে শেষ হয়। এ সময় শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে ঝাড়ু মিছিল, বিক্ষোভ করেন। বিক্ষোভ বক্তব্য দেন শেখহাটি এলাকার নাসির উদ্দিন, আজিবর শেখ,মাসুম খান,গোলক দাস,আলাউদ্দিন শেখ প্রমুখ। বক্তৃতারা বিগত সময়ে গোলক চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি সেচ্ছাচারিতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন। চেয়ারম্যান গোলক ক্ষমতা পাওয়ায় পর থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্ম সনদ প্রদানে কোন কাজ টাকা ছাড়া করে নাই। নৌকা প্রতিক পেয়ে জোর পূর্বক ভোটে জয়ী হয়েছেন। অবৈধ এই চেয়ারম্যানের দ্রুত পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভ কারীরা।