মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাকের পার্টির এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে দলটি।
লিখিত বক্তব্যে দলটির মহাসচিব শামীম হায়দার অভিযোগ করেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং সামগ্রিক অর্জনকে নস্যাৎ করার অনভিপ্রেত দুরভিসন্ধিমূলক ঘটনার অবতারণা চলছে। মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে। যা অত্যন্ত ন্যক্কারজনক।’
আওয়ামী লীগ বা বিএনপি জোটে জাকের পার্টি নেই বলে উল্লেখ করে তিনি শঙ্কা প্রকাশ করেন, ‘মাজারবিরোধীরা আগামী ১১ সেপ্টেম্বর জাকের পার্টির মাজারে হামলা করার গোপন পরিকল্পনা করেছে।’ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।