আলমডাঙ্গা গনত্রান কমিটির পক্ষ থেকে ১১ জন স্বেচ্ছাসেবক ত্রান কাজ শেষে ফিরে আসলে ফুলেল শুভেচ্ছায় শিক্ত।বর্ননা করেন অভিজ্ঞতা।জানাযায়, আলমডাঙ্গা গনত্রান কমিটির পক্ষ থেকে নোয়াখালি লক্ষিপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন শেষ করে ১১ জন স্বেচ্ছাসেবক আলমডাঙ্গায় ফিরে এসেছে।গতকাল দুপুর ১ টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে আলমডাঙ্গায় তারা নামলে গনত্রান কমিটির আহবায়ক ডাঃ শাফায়েতুল ইসলাম হিরো সহ শতাধিক লোকজন তাদের ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় তারা আবেগাফ্লুত হয়ে পড়ে।সন্ধার পর ত্রান কাজে নিয়োজিত ১১ জন স্বেচ্ছাসেবক তাদের গত কয়েকদিনের ত্রান বিতরন কাজের বর্ননা দেন।
আলমডাঙ্গার সুর্য সন্তানরা, বন্যা দুর্গত এলাকায় (লক্ষীপুর) প্রাথমিক উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ শেষে গতকাল আলামডাঙ্গাতে ফিরে আসার খবরে আলামডাঙ্গার শত শত মানুষ তাদেরকে সাগতম জানাতে রেল স্টেশন ভিড় করে।গতকাল দুপুর ১ টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে আলমডাঙ্গায় তারা নামলে গনত্রান কমিটির আহবায়ক ডাঃ শাফায়েতুল ইসলাম হিরো সহ শতাধিক লোকজন তাদের ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বনিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম,অন্যতম সদস্য খন্দকার হাবিবুল করিম চঞ্চল,এমদাদ হোসেন,রাজু আহমেদ,মন্ডল,খন্দকার আলিফ সহ শত শত মানুষ। আগত ১১ জন সেচ্ছাসেবকদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন টিম লিডার মুসাব ইবনে শাফায়েত,মোঃআরিফুল ইসলাম তুহিন,তারেক আহম্মেদ রিয়াল,মোঃশাহারিয়া আহাম্মেদ সাম্মু,পার্থিব হাসান,আল নোমান,সাদি হাসান,শেখ শাহরিয়ার জয়,মোঃমিলন উদ্দিন,মোঃফিরোজ হাসান সহ অনেকে। এ সময় সেচ্ছাসেবকগন সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।