দারুন জান্নাত ট্রাষ্ট ও আল হুদা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং আল বাকী ফাউন্ডেশনের সহযোগিতায় বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার ৩১ আগষ্ট মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা শেখ বাড়ীতে অনুষ্ঠিত এই অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ জুয়েল আহমদের পরিচালনায়,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,জেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল,ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুপ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ,বিএনপি নেতা শাহাব উদ্দিন,অর্থদাতা পরিবারের সদস্য বদরুজ্জান সুনু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান,আমিরুল ইসলাম সাহেদ,নুরুল ইসলাম,আব্দুল মুমিন,মুহিবুর রহমান দিপলু,গাজী আবেদ,শেখ ছুরক আলম,শেখ সিতার মিয়া,শেখ সিরাজ, জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ,মাজহারুল ইসলাম রকি,রুহেল শিকদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পিলু আহমেদ,মোফাদ আহমেদ,শেখ মহসিন মিয়া,শাহজান মিয়া প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মানুষকে নগদ ৫শ টাকা করে প্রদান করা হয়।