মৌলভীবাজার সদর উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক
হাবিবুর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব
খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ ওঠেছে।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান ২০০৯ সালে
বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে
ক্ষমতার অপব্যবহার করে আসছেন। ইতিপূর্বে পরপর ৩টি ব্যবস্থাপনা কমিটির কাছে এ প্রধান শিক্ষকের
আর্থিক অনিয়ম প্রমাণিত হয়েছে। পরবর্তীতে প্রধান শিক্ষক কৌশল পরিবর্তন করে আওয়ামীলীগ সরকারের
আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত
ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির
শিক্ষার্থী নির্বাচনে অনিয়ম,সহ নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন।এমনকি বিদ্যালয়ের শিক্ষার মান
তলানিতে গিয়ে ঠেকলে ছাত্রছাত্রী ও এলাকাবাসী প্রধান শিক্ষক হাবিবুর রহমানের পদত্যাগসহ শাস্তিমূলক
ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তৎকালীন সরকারের ক্ষমতাধর জনপ্রতিনিধির ছত্রছায়ায়
প্রধান শিক্ষক নির্বিঘ্নে নিজের অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পান।শিক্ষার্থীরা বলেন- প্রধান শিক্ষক
কখনো শ্রেণি কক্ষে পাঠদান করতেন না। এমনকি এসব অনিয়ম নিয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে
উল্টো রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি-ধমকি ও নানাভাবে হয়রানি করা হতো।এছাড়াও হাবিবুর রহমান
যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান কমতে কমতে তলানিতে ঠেকেছে। উপজেলা পর্যায়ে
ধারাবাহিকভাবে শীর্ষে থাকা এ বিদ্যালয়টি বিগত এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে নিচে নেমে
আসে।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ‚্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর ছাত্ররা প্রধান
শিক্ষক হাবিবুর রহমানের পদত্যাগ, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা
আন্দোলন শুরু করেন।এর প্রেক্ষিতে গত (২৬ আগষ্ট) মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার
হস্তক্ষেপে ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়ার উপস্থিতে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেন।
আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে
তিনি জানান- তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়টি সত্য নয়, ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে
অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে তিনি অসুস্থ থাকার কারনে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এ জাতীয় আরো খবর ....