চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের ইব্রার ছেলে বাবুর বিরুদ্ধে হরিরামপুর গ্রাম থেকে গৃহবধূ ও তার ছেলে ও গৃহবধূর ফুফাতো বোনকে কৌশলে ভাগিয়ে নিয়ে লাপাত্তা হবার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর শুশুর মুনসুর বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা গেছে, বাবু দীর্ঘদিন ধরে মুনসুরের বড় ছেলে মিঠুনের স্ত্রীকে রুমাকে উত্যক্ত করে আসছিলো।বিষয়টি কয়েকবার বারন করে বাবুকে রুমার পরিবারের লোকজন।মুনসুর জানান তার ছেলে বাকপ্রতিবন্ধী
গত ১৩/৮/২০২৪ ইং তারিখে গৃহবধূ রুমা তার শিশু সন্তান রহিম, ফুফাতো বোন ইসমোতারাকে ফুসলিয়ে লাপাত্তা হয় বাবু।এ ঘটনায় মুনসুর বাদী হয়ে ইব্রার ছেলে বাবু,সাবু,মানকের ছেলে ইব্রা,কে অভিযুক্ত করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।মুনসুর জানান তার শিশু নাতি, পুত্রবধূ ও তার যুবতী ফুফাতো বোন এভাবে নিখোঁজ হওয়ায় পরিবারে কান্নার রোল চলছে।বিষয়টির প্রতি সুনজর দিয়ে তাদের দ্রুত উদ্ধারে প্রযোজনীয় আইনগত ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।