সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আকবর আলী, আ ত ম মিসবাহ, সেলিম উদ্দিন আহমদ, এ্যাডভোকেট শেরেনুর আলী, মোঃ রেজাউল হক, নাসিম উদ্দির লালা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম দিলু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সুহেল মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নাঁদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি বলেন দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পূনরায় স্বাধীন করেছেন এই দেশের ছাত্রজনতা সবাই মিলে । এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে দলীয় ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন। পরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবক দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে তার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।