ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। সেই সাথে
মিছিলে বিএনপির পাশাপাশি যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। পরে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসস্টেশন এলাকায় গিয়ে মিছিলটি সমাপ্ত করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচিতে যোগ দেয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
তিনি বলেন, যে কোনোও অশুভ শক্তি মোকাবিলা করার জন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত থাকতে হবে।
এ জাতীয় আরো খবর ....