সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর ও আর্থিক সহায়তা দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ক্বায়িদে জমিয়ত উবায়দুল্লাহ ফারুক কাসেমী।
১৩ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় সিলেট উইমেন্স মেডিকেলে বর্তমান চিকিৎসাধীন ভার্সিটি ও কওমী শিক্ষার্থীদের দেখতে যান উবায়দুল্লাহ ফারুক কাসেমী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে তাদেরকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেন তিনি৷ এসময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য শাহাদাতের দোয়া করেন।
এসময় তার সাথে ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি মাহমুদ হুসাইন, মাওলানা মুখতার, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তালুকদার, মাসউদ আহমদ, সৈয়দ সালিম কাসেমী, নাজিম উদ্দীন, মাওলানা উবায়দুল্লাহ, কামরুল ইসলাম, ছাত্র জমিয়ত সিলেট উত্তর জেলার সভাপতি জাকির হুসাইন, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ হুসাইন ও জামিল আহমদ জুয়েল, প্রমুখ।