আলমডাঙ্গা পৌরসভা পরিস্কার পরিছন্ন রাখতে পৌর সভার উদ্যোগে শহরের মোড়ে মোড়ে ডাস্টবিন প্রদান করা হয়েছে।গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু,পৌর সভার প্রশাসনিক নির্বাহী অফিসার,পৌর সচিব রকিবুল ইসলাম,সেনেটারি ইনেস্পেক্টর মাহফুজ রানা,কঞ্জারভেন্সি ইনেস্পেক্টর খন্দকার আসাদুল ইসলাম,সহকারি পরিদর্শক মামুন সহ বেশ কয়েকজন পৌর কর্মকর্তা।এ সময় পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন আলমডাঙ্গা পৌর সভায় বেশ কিছুদিন আগে এলজিইডির আইইউজিআইপি প্রকল্প থেকে শহর পরিস্কার পরিছন্ন রাখতে এই ডাস্টবিন গুলো দিয়েছিলেন,পৌর সভা সঠিক সময়ে ব্যাবহার করতে পারেনি,তবে দুদিন আগে আলমডাঙ্গা শহরে কলেজ,স্কুলের ছেলে মেয়েরা বেশকিছু ডাস্টবিন মোড়ে মোড়ে শহর পরিস্কার রাখতে দোকানের সামনে রেখে দেন,এবং বলে আসেন আপনারা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন,তাদের এমন মহত উদ্যোগকে স্বগত জানিয়ে আমাদের পৌর সভায় রাখা ডাস্টবিন শহর পরিস্কার পরিছন্ন রাখতে বিতরন করা হল।আপনাদের কাছে আবেদন আপনারা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন,শহরকে পরিছন্ন রাখবেন। পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, আপনারা আপনাদের সম্পদ বুঝে নিন এবং সংরক্ষণে সদা সচেতন থাকুন।আসুন আমরা যেখানে সেখানে ময়লা না ফেলি ,নিজের শহর নিজেরা পরিচ্ছন্ন রাখি। ডাস্টবিনগুলো প্রতিদিন মনিটরিং এর আওতায় রাখবেন। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলেই ভালো কিছু সম্ভব।