দেশের এই ক্রান্তিলগ্নে সড়ককে নিরাপদ রাখতে যানজট নিরসনে টানা ৩য় দিনের মতো সড়ক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
শুক্রবার (৯ আগষ্ট) পৌর শহরে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ না থাকায় নিসচা বড়লেখা শাখা শুক্রবার রাত পর্যন্ত ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করে। পাশাপাশি রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসিসহ বিভিন্ন ছাত্র-ছাত্রীবৃন্দ এ কর্মসূচি পালন করেন।
এসময় তারা যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত রাখা, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের সতর্কতা বার্তা, দ্রুত গতি পরিহার করা, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের সুযোগ করে দেওয়া ও সড়ক আইন মেনে গাড়ি চালনা করাসহ সড়ক শৃঙ্খলা রাখতে রাত পর্যন্ত ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করেন নিসচা নেতৃবৃন্দ।
ট্রাফিক ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, সাহেদ আহমদ পাবেল, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদসহ বড়লেখা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও ডিএনসিসির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দেশের এই ক্রান্তিলগ্নে নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিসচার সকল শাখা সমূহ একযোগে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় নিসচা বড়লেখা শাখা কাজ করে যাচ্ছে। এই কাজ অব্যাহত থাকবে। এসময় শনিবার সকাল ১০ টায় বড়লেখা পৌর শহরে ক্লিনিং মিশনে সকলের উপস্থিতি জানিয়ে নিসচা নেতৃবৃন্দরা
নতুন বাংলাদেশ বির্নিমানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।