1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নড়াইল  হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর  ও লুটপাট!

নড়াইল প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার নিউজটি পড়া হয়েছে

সরকার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর ( ৫ আগষ্ট) সোমবার নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামে হিন্দু সংখ্যা লঘু দিপাকর সিংহ ওরফে ( ভুট্ট) বাড়িতে  হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

হামলাকারীরা বাড়িতে ডুকে নগত অর্থ, সোনার গহনা, একটি ডিসকাভার ( ১০০ সিসি) মোটরসাইকেল এবং গোয়াল থেকে ৫ গরু লুট করে নিয়ে যায়। এছাড়া ও একই গ্রামের বিদুষ বিশ্বাসকে   বেধড়ক মারপিট করা হয়ছে।

 

এ ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম হতাশা বিরাশ করছে। দেশের এহেন  পরিস্থিতিতে গ্রামটির একাধিক হিন্দু পরিবার দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছে।

হামলার শিকার দিপাকর সিংহ বলেন, রাত আনুমানিক ৮ টার দিকে হঠাৎ  করে আমাদের বাড়িতে হামলাকারীরা ডুকে পড়েন। পরিস্থিতি বেকায়দা দেখে আমার স্ত্রী  কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে দ্রুত  পালিয়ে  যায়, আমার বৃদ্ধ মাকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট  করে নিয়ে যায়। ঘর থেকে নগত অর্থ, গোয়াল থেকে ৫ টি গরু ও আমারা ব্যবহারিত একটি ডিসকাভার মোটরসাইকেল নিয়ে যায় হামলাকারীরা। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপদ হীনতায় ভূগছি।

মৃদুলা সিংহ বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই ঘরে প্রবেশ ঘরে লুটপাট শুরু করে হামলাকারীরা। ঘর থেকে  মোটরসাইকেল বের করে নিয়ে গোয়ালঘরে যান। সেখান থেকে গরু গুলো নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel