গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিক হতে শুরু করেছে মৌলভীবাজারের জনজীবন। সড়কে অফিসগামী মানুষের আধিক্য বাড়লেও গণপরিবহন ছিল অন্যান্য দিনের মতই।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শহরের বিভিন্ন পয়েন্টের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।
গত মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশে বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটেলিয়ানকে। এরপর থেকে মৌলভীবাজারে বিভিন্ন সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে আনসার সদস্যদের। আনসারদের সহযোগীতায় রাস্তায় নামেন শিক্ষার্থীরা ও স্কাউট সদস্যরা।
শহরের অনেকের সাথে কথা হলে তারা জানান, গত কয়েক দিন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিলো। আজ তো মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক। অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি।
এদিকে মঙ্গলবার থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও বুধবার শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থীশূন্য বেশিরভাগ ক্লাসরুম। বিদ্যালয় প্রাঙ্গণ ও ফাঁকা। তবে আজ বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল বেশী।
এ জাতীয় আরো খবর ....